coinpayu

Friday, May 11, 2018

স্যামসাং ঠিক কত বড়? জানেন কি??

স্যামসাং কোম্পানি ঠিক
কত বড়?
↘️ স্যামসাংয়ের ৪০
কোটি বর্গফুটের একটি
জাহাজ নির্মাণকেন্দ্র
আছে। অন্যভাবে বললে যা
গড়পড়তা ৫ হাজার ২০৪টি
ফুটবল মাঠের সমান।
↘️ পৃথিবীর সবচেয়ে উঁচু দালান
বুর্জ আল খলিফা নির্মাণ
করেছে স্যামসাং। এমন
অনেক শিল্পের সঙ্গে জড়িত
এই প্রতিষ্ঠান ।
↘️ সংখ্যায়
স্যামসাং ৩০ হাজার ৫০০
কোটি ডলার ২০১৪ সালে
মোট আয় ।
↘️ ১ হাজার ৪০০
কোটি ডলার ২০১৩ সালে শুধু
বিজ্ঞাপনে খরচ করেছে ।
↘️ ৪
লাখ ৮৯ হাজার কর্মী ।
অ্যাপল, গুগল ও
মাইক্রোসফটের সম্মিলিত
সংখ্যার চেয়েও বেশি ।
↘️ ১৭ শতাংশ দক্ষিণ
কোরিয়ার মোট
জিডিপিতে স্যামসাংয়ের
অংশ ।
↘️ ১ হাজার ৪১০ কোটি
ডলার ২০১৫ সালে গবেষণা ও
উন্নয়নে স্যামসাংয়ের ব্যয়
অন্যদিকে একই খাতে
অ্যাপলের ব্যয় ৬০০ কোটি
এবং গুগলের ব্যয় ৯৮০ কোটি
ডলার ।
↘️ প্রায় ৬০ কোটির
বেশি সিপিইউ চিপ
অ্যাপলের আইফোন ৪, ৪এস, ৫ ও
৫এস-এর সিপিইউ চিপ সরবরাহ
করেছে স্যামসাং ।

No comments:

Post a Comment

ads

Ads