coinpayu

Saturday, May 5, 2018

পৃথিবীর প্রতিবিম্ব

আয়নায় আমরা প্রতিদিনই নিজেদের প্রতিবিম্ব দেখি। কিন্তু যদি পৃথিবীর প্রতিবিম্ব বা প্রতিচ্ছবির কথা বলা হয়? আজব হলেও সত্য বলিভিয়ার 'salar de uyuni ' নামক স্থানটিতে এই জিনিসিটাই দেখতে পাওয়া যায় ।এটি মূলত salt flat বা লবনের আস্তরনযুক্ত বিশাল এক এলাকা। আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বলিভিয়ার দক্ষিনে এর অবস্থান। অনেকগুলো হ্রদ রুপান্তরিত হয়ে এর সৃষ্টি। সাদা লবনের আবরনযুক্ত দীর্ঘ এলাকাটি কাচের মত স্বচ্ছ। ফলে কেউ পায়ের দিকে তাকালেই নিচে পৃথিবীর প্রতিচ্ছবি দেখতে পায় । একি সাথে নিজেরো। সমুদ্রপৃষ্ঠ থেকে এইই স্থানটির উচ্চতা সবচেয়ে বেশি পৃথিবীতে। তাই বলা যায় আকাশের খুব কাছে এর অবস্থান। সাদা লবন এর সাথে পাওয়া যায় বিভিন্ন খনিজ এবং প্রচুর লিথিয়াম। লিথিয়াম নিষ্কাশন প্রকৃয়াটি চলমান রয়েছে। বিস্তৃত দিগন্ত, পায়ের নিচে পৃথিবীর সব রুপ, খোলা আকাশের মেঘের ভেলা, গোলাপী ফ্ল্যামিঙ্গো পাখি, সবকিছুই এ স্থানটিকে করে তুলেছে অন্যরকম সুন্দর। বলিভিয়ার যোগাযোগ ব্যবস্থায় এ স্থানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবং সবসময়ই এটি টুরিস্টদের পছন্দের জায়গা হিসেবে পরিচিতি পেয়ে আসছে।

Like Our Page:-অজানা কিছু । 

No comments:

Post a Comment

ads

Ads