coinpayu

Thursday, June 28, 2018

বিশ্ময়ে ভরা প্রকৃতি( Part-2)

পাথরের প্রাকৃতিক স্তম্ভ


পাথরের আকৃতি হয় আসম, গোল, লম্বা, ডিমের মতো। কিন্তু পৃথিবীতে এমন কিছু পাথর পাওয়া গেছে যেগুলো আসম আকারের নয়, অদ্ভুত জ্যামিতিক আকৃতি ও নকশা বিশিষ্ট। আগ্নেয়গিরির পুরু ও উত্তপ্ত লাভাস্রোত যখন ঠান্ডা হতে শুরু করে তখন তা ভুমির সাথে সমান্তরাল তথা আনুভূমিকভাবে জমাট বাধে। কিন্তু যখন ফাটে তখন তা উলম্বভাবে ফাটে এরূপ অধিকাংশ ক্ষেত্রেই  লাভাজমা পাথরগুলো তখন নিয়ত জ্যামিতিক নকশায় সুষম ষড়ভূজাকৃতি ধারণ করে। সেগুলো দেখে মনে হয় কোন মানুষ  বোধ হয় পাথর কেটে সেগুলো সুন্দর করে তৈরি করে রেখেছে। ষড়ভূজি সেসব পাথরখন্ডকে মনে হয় মানুষ্যনির্মিত কোন পাথরের মসৃণ স্তম্ভ। আয়ারলেন্ডের উপকূল জুরে এরূপ পাথরের একটি বিশাল স্তুপ রয়েছে যার নাম জায়ান্ট কজওয়ে। যার অর্থ হচ্ছে দৈত্যের বাধানো পাথর। তবে এধরণের পাথরের সবচেয়ে বড় বা বৃহত্তম স্তূপটি হলো উয়োমিংয়ের দেভিলস টাওয়ার। এরকম আরো পোস্ট পেতে আমাদের পেজে ভিজিট করুন।
আমাদের পেজঃ- অজানা কিছু


No comments:

Post a Comment

ads

Ads