coinpayu

Thursday, July 12, 2018

বিস্ময়ে ভরা প্রকৃতি (Part-3)

পানির নিচে নীল গহ্বর

মনে করো তুমি একটা বড় নদী বা সাগফরের বুকে স্পিডবোট নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছ হঠাৎ স্পিডবোটটা একটা নিল গর্তের উপর এসে পড়লো। কেমন লাগবে তখন? হ্যা, পানির নিচে এরকম আজগুবি গর্ত মাঝে মাঝে দেখা যায়। সাগরের পানির নিচে হঠাৎ বিশাল আকৃতির শত শত ফুট  গভীর বৃত্তাকার  গর্ত দেখা যায়। এসব গর্তের পানির রঙ হয় গাঢ় নীল। বিশেষ করে উপর থেকে দেখলে পাশের পানির তুলনায় গর্তের পানির রঙ নিল দেখায়। এজন্য এসব গর্তকে বলা হয় ব্লু হোল বা নীল গহ্বর। এসব গহব্বর গভীর হলে কি হবে, সেখানেও সমুদ্রচারী ডুবুরিরা নেমে দেখেছেন যে তার ভেতরে কি আছে ? তারা দেখেছেন যে সে সব গহব্বর অক্সিজেন শুন্য, পানির সঞ্চালন হয় খুব কম। কেন এ রকম হয় তা আজও রহস্যাবৃত। অবশ্য কিছু কিছু নীল গহব্বরে প্রাগৈতিহাসিক কালের কিছু জীবাশ্মের সন্ধান মিলতে পারে বলে বিজ্ঞানীদের ধারনা।
আমাদের আরো নিত্ত নতুন আপডেট পেটে Visit করুন আমাদের ফেসবুক পেইজ অজানা কিছুতে। ধন্যবাদ আপনাকে!!!

No comments:

Post a Comment

ads

Ads