ইন্টারনেট জায়েন্ট গুগল এবার চালু করেছে সম্পূর্ণ নতুন একটি সেবা। জার নাম দেওয়া হয়েছে "MY ACTIVITY". যার মাধ্যমে বিগত সময়ে আপনি গুগলে যেসকল বিষয় অনুসন্ধান করেছেন সেগুলো সব দেখতে পারবেন। পূর্বে গুগলে এই সুবিধা ছিলোনা। সম্প্রতি গুগল সকল ব্যবহার কারির জন্য এই সুবিধাটি উন্মুক্ত করে দিয়েছে।
কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে আপনি চাইলে এই তালিকাটিকে পরবর্তি সময়ের জন্য কাসটোমাইজ করতে পারবেন এবং পূর্বের অনুসন্ধানগুলো ডিলিট করতে পারবেন।
No comments:
Post a Comment