coinpayu

Tuesday, December 5, 2017

Windows 10-এ ক্যালকুলেটরের বিভিন্ন ফিচার এবং ব্যবহার

Windows 10 ক্যালকুলেটর এর অনেকগুলো ভিউ মুড রয়েছে যেগুলো নানারকম কাজে ব্যবহার করা যায়। যেমনঃ- স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, প্রোগ্রামা, হিস্টোরি, দিজিট গ্রুপিং, বেসিক, ইউনিক কনভার্সন, দেট ক্যালকুলেটর এবং ওয়ার্কশিটস প্রভৃতি।

১। স্ট্যান্ডার্ড মোড 

ক্যালকুলেটর প্রথমবার অন করলে প্রথমে স্ট্যান্ডার্ড মোডে অন হয়। এখানে আপনি আপনার স্বাভাবিক হিসাব করতে পারবেন।

২। সায়েন্টিফিক মোড 

View মেনু থেকে Scientific নির্বাচন করলে ক্যালকুলেটরটি সায়েন্টিফিক মোডে পরিবর্তিত হবে। এই মোডে উচ্চতর গনিতের বিভিন্ন গানিতিক হিসাব, ডিগ্রি রেডিয়ান, গ্রেড প্রভৃতি অপশনগুলো সিলেক্ট করে বিভিন্ন ধরনের গানিতিক কাজ করা যায়।
এছাড়া উপরের History আইকনে ক্লিক করলে পুর্বে করা হিসাবের একটি তালিকা প্রদর্শিত হবে।

৩।প্রোগ্রামার মোড

View মেনু থেকে Programmer নির্বাচন করলে ক্যাল্কুলেটরটি প্রোগ্রামার মোডে পরিবর্তিত হবে। এই মোডটি কম্পউটার প্রোগ্রামিং এর সাথে জরিত ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। এখানে যেকোনো পদ্ধতির সংখ্যাকে অন্য পদ্ধতিতে কনভার্ট করা যায়। যেমনঃ-হেক্সাডেসিম্যাল, ডেসিম্যাল, অক্টাল, বাইনারি ইত্যাদি। এই মোডে HEX, DEC, OCT, BIN এর যেকনো একটা Select করে যেকোনো সংখ্যা লিখলে বাকি পদ্ধতিগুলোতে তা স্বয়ংক্রিয়ভাবে কনভার্ট হয়ে যাবে।


স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, প্রোগ্রামার তিনটি মোড ছাড়া Volume, Length, Weight and Mass, Temperature, Energy, Area, Speed, Time, Power, Data, Pressure, Angle ইত্যাদি ইউনিট কনভার্টার অপতিওন গুলো পাওয়া যাবে। 
আজ এতটুকুই। কোনো সমস্যা হলে কমেন্টে যানাবেন।
ধন্যবাদ।

Wednesday, October 18, 2017

Solve a Rubik's Cube in 5 Seconds! ��720p

One secret game in your phone that you don't know about.

আজকালের গায়ে হলুদের নাচের বিভিন্ন তরিকা

Moner Manush

Funny baby

The latest local weapon you have ever seen.

Wednesday, October 4, 2017

কিভাবে Windows10 এর wifi এর সমস্যার সমাধান করবেন।

"Windows 10"  Microsoft কোম্পানির Windows-এর  একটি নতুন সংস্করণ। সাধারণ ভাবে এতে কোন সমস্যা হওয়ার কথা না। তারপরও নতুন করে যারা "Windows 10" এর installer-টি বাজার থেকে Compact Disk(CD) এর মাধ্যমে অথবা ইন্টারনেট থেকে Microsoft-এর নিজস্ব Website বাদে অন্য website থেকে ডাউনলোড করেন বা কিনেন তাহলে, তাদের বেশির ভাগই হয় পাইরিটেড কপি অর্থাৎ নকল। আর সেগুলোতে একই Product Key বার বার ব্যবহার করা হয়। যার কারণে ব্যবহার কারিদের অনেক সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।যেমনঃ-  Wifi connection না পাওয়া ইত্যাদি।

আজকে আপনাদের কিভাবে এই রকম পরিস্থীতিতে Windows 10-এ Wifi চালানো যায় তা শিখাবো। এটি একটি খুবই সহজ প্রক্রিয়া। শুধু মাত্র একটি ধাপেই এতি সম্পন্য করা যায়।
কাজটি করার জন্য যা করতে হবে তা হলোঃ- "আপনার Computer-টি Restart করুন। 

আর এরপর আপনি যখনি আপনার Computer-এ Wifi বা Bluetooth চালাতে চাইবেন, এই প্রক্রিয়াটি অনুসরণ করলেই আপনার কাজটি হয়ে যাবে।
ধন্যবাদ......।। 

Friday, August 18, 2017

Google এর নতুন সুবিধা My Activity

ন্টারনেট জায়েন্ট গুগল এবার চালু করেছে সম্পূর্ণ নতুন একটি সেবা। জার নাম দেওয়া হয়েছে "MY ACTIVITY". যার মাধ্যমে বিগত সময়ে আপনি গুগলে যেসকল বিষয় অনুসন্ধান করেছেন সেগুলো সব দেখতে পারবেন। পূর্বে গুগলে এই সুবিধা ছিলোনা। সম্প্রতি গুগল সকল ব্যবহার কারির জন্য  এই সুবিধাটি উন্মুক্ত করে দিয়েছে।



কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে আপনি চাইলে এই তালিকাটিকে পরবর্তি সময়ের জন্য কাসটোমাইজ করতে পারবেন এবং পূর্বের অনুসন্ধানগুলো ডিলিট করতে পারবেন।

Wednesday, August 16, 2017

হঠাৎ গোড়ালি মচকালে কি করণীয়

গোড়ালি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিনিয়ত দাঁড়াতে, হাঁটতে, দৌড়াতে ও উঠানামা করতে তা ব্যবহৃত হয়। এসব কাজে হঠাৎ গোড়ালি মচকে যেতে পারে। আর এভাবে হঠাৎ গোড়ালি মচকে গেলে যা করণীয় তা হলোঃ-

  • গোড়ালিকে পুর্ণ বিশ্রামে রাখতে হবে।
  • দু-তিন দিন পায়ে ভর না দিয়ে ত্রুয়াচ দিয়ে হাটতে পাড়েন।
  • বরফের টুকরা টাওয়ালে জড়িয়ে বা ফ্রিজের ঠাণ্ডা পানি প্লাস্তিকের ব্যাগে নিয়ে মচকে যাওয়া স্থানে ধরে রাখলে ব্যাথা ও ফোলা কমে আসবে। ১০ মিনিট থেকে ২ ঘণ্টা পরপর ২০ মিনিট ধরে এই ব্যবস্থা নিতে পাড়েন। তবে এটি সহ্যের মধ্যে রাখতে হবে। এ পদ্ধতি আঘাতের ৪৮ ঘন্টা পর্যন্ত চলবে।
  • ইলাসটিক সাপোর্ট বা অ্যাংলেট ব্যবহারে ফোলা ও ব্যথা কম হবে।
  • আঘাতের ৪৮ ঘন্টা পর কুসুম গরম পানির সেক বা ঠান্ডা সেক ব্যবহারে ব্যাথা কম হবে।
  • গোড়ালির স্বাভাবিক নড়াচড়া এবংপেশি শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে।
  • অনেক সময় দীর্ঘ মেয়াদি ইনজুরির ক্ষেত্রে ফিজিক্যাল থেরাপি প্রয়োজন হতে পারে।
  • হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হলে বা চিকিৎসকের শরণাপন্ন হলে শুরেতেই গোড়ালি মচকে যাওয়ার কারণ জানতে হবে। এরপর গোড়ালি পরিক্ষা করে মচকানোর তীব্রতা নির্ণয় করতে হবে। গোড়ালির এক্স-রে করতে হবে।
  • অন্যান্য সমস্যা যেমন ফ্র্যাকচার ও জোড়ার দিসপ্লেসমেন্ট নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে- জাতীও পঙ্গু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে।

ads

Ads