coinpayu

Tuesday, December 5, 2017

Windows 10-এ ক্যালকুলেটরের বিভিন্ন ফিচার এবং ব্যবহার

Windows 10 ক্যালকুলেটর এর অনেকগুলো ভিউ মুড রয়েছে যেগুলো নানারকম কাজে ব্যবহার করা যায়। যেমনঃ- স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, প্রোগ্রামা, হিস্টোরি, দিজিট গ্রুপিং, বেসিক, ইউনিক কনভার্সন, দেট ক্যালকুলেটর এবং ওয়ার্কশিটস প্রভৃতি।

১। স্ট্যান্ডার্ড মোড 

ক্যালকুলেটর প্রথমবার অন করলে প্রথমে স্ট্যান্ডার্ড মোডে অন হয়। এখানে আপনি আপনার স্বাভাবিক হিসাব করতে পারবেন।

২। সায়েন্টিফিক মোড 

View মেনু থেকে Scientific নির্বাচন করলে ক্যালকুলেটরটি সায়েন্টিফিক মোডে পরিবর্তিত হবে। এই মোডে উচ্চতর গনিতের বিভিন্ন গানিতিক হিসাব, ডিগ্রি রেডিয়ান, গ্রেড প্রভৃতি অপশনগুলো সিলেক্ট করে বিভিন্ন ধরনের গানিতিক কাজ করা যায়।
এছাড়া উপরের History আইকনে ক্লিক করলে পুর্বে করা হিসাবের একটি তালিকা প্রদর্শিত হবে।

৩।প্রোগ্রামার মোড

View মেনু থেকে Programmer নির্বাচন করলে ক্যাল্কুলেটরটি প্রোগ্রামার মোডে পরিবর্তিত হবে। এই মোডটি কম্পউটার প্রোগ্রামিং এর সাথে জরিত ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। এখানে যেকোনো পদ্ধতির সংখ্যাকে অন্য পদ্ধতিতে কনভার্ট করা যায়। যেমনঃ-হেক্সাডেসিম্যাল, ডেসিম্যাল, অক্টাল, বাইনারি ইত্যাদি। এই মোডে HEX, DEC, OCT, BIN এর যেকনো একটা Select করে যেকোনো সংখ্যা লিখলে বাকি পদ্ধতিগুলোতে তা স্বয়ংক্রিয়ভাবে কনভার্ট হয়ে যাবে।


স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, প্রোগ্রামার তিনটি মোড ছাড়া Volume, Length, Weight and Mass, Temperature, Energy, Area, Speed, Time, Power, Data, Pressure, Angle ইত্যাদি ইউনিট কনভার্টার অপতিওন গুলো পাওয়া যাবে। 
আজ এতটুকুই। কোনো সমস্যা হলে কমেন্টে যানাবেন।
ধন্যবাদ।

ads

Ads